K M RAYHAN
K M RAYHAN
UI/UX Designer Software Developer Web Developer
K M RAYHAN

Blog

Fiverr আইডি ভেরিফিকেশন

Fiverr আইডি ভেরিফিকেশন

বিশেষ করে ছবি ইডিট করে বা গলা কাটা আইডি কার্ড বানিয়ে সেটার ছবি তুলে, একাউন্ট ভেরিফাই করার চেষ্টা কখনোই করবেন না। এতে আপনার অ্যাকাউন্ট চিরদিনের মত হারাতে পারেন।
স্মার্ট ফোনের মাধ্যমে আপনাকে একাউন্ট ভেরিফাই করতে হবে। ভাল রেজুলেসনের ক্যামেরা যুক্ত স্মার্ট ফোন ইউজ করবেন এবং যারা যারা ফাইবার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন দিয়ে ভেরিফাই করতে পারছেন না তারা যে কোনো ব্রাউজার ওপেন করে ফাইবার একাউন্ট টা লগইন করে ভেরিফাই করবেন।
বিঃদ্রঃ আপনার যদি আইডি কার্ড না থাকে তাহলে নিশ্চয়ই আপনার বাবা - মা অথবা আশেপাশের কারো আছে তাহলে অদের আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন এবং ফাইবার একাউন্ট এর ইউজার নাম আর প্রোফাইল ছবি যা খুশি দিতে পারেন এগুলো আইডি কার্ড অনুযায়ী না দিলেও সমস্যা হয় না।
সতর্কবার্তা : একাউন্ট ভেরিফাই করার জন্য আপনি ১৪ দিন সময় পাবেন। এই সময়ের ভেতরে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। যদি ১৪ দিন এর ভিতরে একাউন্ট ভেরিফাই করতে ব্যর্থ হন, অথবা ভুল ভাবে একাধিকবার একাউন্ট ভেরিফাই করার চেষ্টা করেন, তবে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং আপনারা Old NID CARD দিয়ে করলে একবার চেষ্টা করার পর যদি ভেরিফাই না হয় তাহলে যারা কয়েকবছর আগে আইডি কার্ড পেয়েছে তাদের টা দিয়ে করবেন।
আইডি কার্ড এর ফটো আর সেলফি আগে থেকে তোলা থাকলে হবে না যার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চান তার সেলফি দেওয়া লাগবে এবং আপনি যেই মোবাইল ফোন দিয়ে ভেরিফিকেশন এর কাজ করবেন ওই ফোন দিয়ে আইডি কার্ড এর ফটো আর সেলফি তুলবেন ( আইডি কার্ড এর সামনের ফটো ) তুলে সাবমিট করলে হবে।
যেই আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চান সেই আইডি কার্ড এর ফটো টা যাতে একটু ক্লিয়ার থাকে না হলে অনেক সময় ভেরিফাই হয় না এবং সেলফি তুললে একটু ক্লিয়ার তুলবেন যাতে আইডি কার্ড এর সাথে মিলে।
প্রথমে আপনি নিচের এই লিংকে ক্লিক করুন : https://www.fiverr.com/users/yourusername/edit/billing
[ তারপর নিচের স্ক্রিনশট টা দেখে সেইভাবে সব কাজ করুন অবশ্যই লিংক এর yourusername চেঞ্জ করে আপনার username টা দিবেন ]

 


তারপর নিচের এই লিংকে ক্লিক করুন : https://fiverr.com/seller_onboarding/personal_info
[ তারপর আবার নিচের স্ক্রিনশট টা দেখে সেইভাবে সব কাজ করুন ]

 


স্ক্রিনশট গুলো দেখে দেখে সব কাজ করার পর এবার আইডি ভেরিফিকেশন এর কাজ শুরু করতে পারেন।

 

Add Comment